ক্যাম্পিং/স্কুল ভ্রমণের সুবিধা
ট্যুর গাইড পরিষেবা
সাংস্কৃতিক অনুষ্ঠান / অনুষ্ঠান
পানীয় জল সরবরাহ
গাইডেড ন্যাচার ওয়াকস / ট্রেকিং
নিরাপদ ও আরামদায়ক পরিবহন
Certified Educators/Tour Guides
খাবার পরিকল্পনা (হালাল/নিরামিষ)
ছেলে ও মেয়েদের জন্য আলাদা থাকার ব্যবস্থা
অংশগ্রহণের সার্টিফিকেট (শিক্ষামূলক ভ্রমণের জন্য)
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
প্রথম দিন-এ আপনার যাত্রা শুরুর দিন! আপনার জন্য প্রাইভেট গাইড ও গাড়ি ঢাকার হোটেল থেকে সকালে পিকআপ করবে। আমাদের গাইড আপনাকে ট্যুর হাইলাইটস আর ইটিনারারি বুঝিয়ে দেবেন, তারপর বগুড়ার পথে রওনা হবেন। আপনার চূড়ান্ত পিকআপ টাইম এবং লোকেশন বুকিং কনফার্মেশনে জানিয়ে দেওয়া হবে।
দিন ৫-এ আপনার ট্যুর শেষ হবে রাজশাহী থেকে প্রাইভেট গাড়িতে ঢাকায় ফিরে এসে। বিকেলের মধ্যে আপনাকে আপনার হোটেল বা পছন্দের লোকেশনে নামিয়ে দেওয়া হবে। যদি চান, ঢাকায় অতিরিক্ত এক রাত থাকতে পারেন বিশ্রামের জন্য।
জি হ্যাঁ! এই ৫ দিনের ট্যুরে ৪ রাতের আরামদায়ক ৩-স্টার বা হেরিটেজ হোটেল অন্তর্ভুক্ত আছে। প্রতিটি হোটেলে ব্রেকফাস্ট থাকবে এবং গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইটের কাছে অবস্থান করবে। চাইলে অতিরিক্ত মানের হোটেলে আপগ্রেডের সুবিধাও রয়েছে।
জি হ্যাঁ! ঢাকার যেকোনো হোটেল থেকে প্রাইভেট পিকআপ ও ড্রপ-অফ এই প্যাকেজের মধ্যে রয়েছে। আপনার যাত্রা সহজ করতে ২৪/৭ কাস্টমার সাপোর্টও পাবেন।
প্রতিদিন ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত আছে, এছাড়াও কিছু লাঞ্চ ও ডিনার স্থানীয় রেস্টুরেন্টে দেওয়া হবে। আমাদের গাইড আপনাকে উত্তরবঙ্গের বিখ্যাত খাবারের রিকমেন্ডেশনও দেবেন!
এয়ারপোর্ট ট্রান্সফার এই প্যাকেজে ডিফল্টভাবে নেই, তবে আপনার চাহিদা অনুযায়ী অতিরিক্ত চার্জে আমরা আপনার জন্য এয়ারপোর্ট থেকে পিকআপ/ড্রপ-এর ব্যবস্থা করে দিতে পারি। কনফার্ম বুকিংয়ের পর আমাদের টিমকে আপনার ফ্লাইটের তথ্য দিন।
আপনার সাথে থাকবেন একজন অভিজ্ঞ, লাইসেন্সধারী স্থানীয় গাইড যিনি উত্তরবঙ্গের ইতিহাস আর কৃষ্টি খুব ভালো জানেন। পুরো ভ্রমণ জুড়েই তিনি আপনাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবেন এবং আপনার অভিজ্ঞতা স্মরণীয় করে তুলবেন।
এই হেরিটেজ ট্যুর সব বয়সীদের জন্য সবচেয়ে উপযুক্ত। তবে এই ট্যুরে অনেক ঐতিহাসিক স্থানেই বেশি হাঁটতে হয়। ট্রলিতে করে একবারে ছোট বাচ্চাদের নিয়ে যেতে চাইলে খেয়াল রাখতে হবে কিছু হাঁটার পথ ভাঙ্গা, এবড়োথেবড়ো, অসমান, অমসৃণ আছে।
১) হালকা খাবার (চকোলেট, বাদাম, বিস্কুট,)
৩) ক্যামেরা এবং এর বাড়তি ব্যাটারি।
৪) মোবাইলের বাড়তি চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৫) পলিব্যাগ (বৃস্টি হলে প্রয়োজনিয় জিনিসপত্র যেন রাখা যায়)
৬) নিজের জন্য প্রয়োজনীয় ঔষধ
৭) সানগ্লাস, সানস্ক্রিন, সানক্যাপ, হ্যাট
৮) রিফিলেবল পানির বোতল
৯) ছাতা
১০) আরামদায়ক জুতো
১১) মসজিদ/মন্দিরে প্রবেশের জন্য শালীন পোশাক
অবশ্যই! এটি একটি প্রাইভেট ট্যুর, তাই আপনার পছন্দ মতো গন্তব্য বা ভিজিটের সময় পরিবর্তন করা সম্ভব। আপনার পছন্দ আগে থেকে আমাদের জানান।
১) সবকিছুর আগে প্রয়োজন একটি ভ্রমন পিপাসু মন।
২) ভ্রমনকালীন কোনরূপ বিশৃঙ্খলা করা যাবে না, যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমন সুন্দমত পরিচালনা করার জন্য সকলের সর্বাত্মক সহায়তা প্রয়োজন।
৩) সকল ধরনের অশালীন আচরন ও দৃষ্টিকটু ব্যবহার করা থেকে সকললেই বিরত থাকার অনুরোধ থাকবে। সর্বোত্তম শালীনতা বজায় রেখে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৪) ভ্রমনকালীন প্রকৃতি ও পরিবেশের কোন রকম ক্ষতি হয় এমন কিছু আমরা করবনা। সকল ধরনের অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট ও বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষন ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসা।
৫) স্থানীয় জনসাধারনের সাথে বন্ধুত্বপূণ আচরন এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করতে অনুরোধ থাকবে। অন্যের অনুমতি ছাড়া কারও গাছের ফুল, ফল, সবজি, বাগান, পুকুর নষ্ট করা অন্যায় তাই এসব কাজ থেকে বিরত থাকতে হবে সব সময়। মনে রাখতে হবে একজনের কারনে সকলের সুনাম নষ্ট হয় এমন কিছু করা যাবে না কখনওই।
৬) সকল প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না। ধুমপান নিরুৎসাহিত করা হচ্ছে। মহিলা, শিশু ও অধুমপায়ী ভ্রমন সদস্যদের সামনে ধুমপান কঠোর ভাবে নিষিদ্ধ। বিশেষ পয়োজনে নিরাপদ দূরত্ব ও অগ্নি নিরাপত্তা বজায় রেখে দুরে বসে ধুমপান করতে পারেন।